মজার জোকস মিস্টার বিন এর ফাঁসির রায়।...
মিস্টার বিন একবার পাশের বাড়ির মুরগী মেরে ফেলার মামলায় জেলে গেলো।
মিস্টার বিন ছিলো একটু বলদা টাইপের,,, তাই সে ভয় পেলো যে তার এই মামলায় ফাঁসিও হয়ে যেতে পারে।
মিস্টার বিন তার আইনজীবীকে বললো,,,
দেখেন,,, যেমনে পারেন ফাঁসি ঠ্যাকাবেন। টাকা যত লাগে আপনেরে ব্যাবস্থা কইরা দিমু। আপনে খালি আমার যাবৎজীবন কারাদন্ডের ব্যবস্থা করবেন।
আইনজীবী মিস্টার বিন এর কাছ থেকে বহু টাকা নিয়ে আইনি লড়াই করলো। রায়ের দিন সকালে আইনজীবী মিস্টার বিন এর সাথে জেলখানায় দেখা করতে গেলো। গিয়ে বললো,,,
সুখবর আছে!!! আপনার যাবতজীবন কারাদন্ড করাইতে পারছি শেষ পর্যন্ত। অনেক কষ্ট হইছে এই রায় পরিবর্তন করাইতে।
মিস্টার বিন খুশি খুশি বললো,,, ভাই আপনে মহান। আপনে আমার জন্য অনেক কষ্ট করছেন। তা ভাই,,, রায় যে পরিবর্তন করাইলেন,,, ফাঁসির রায় দিয়া দিছিলো নাকি?
প্রথমে,,, আইনজীবী কাচুমাচু করে বললো,,,
না রে ভাই,,, নিঃশর্ত মুক্তি দিয়া দিছিলো। এইজন্যই তো এত কষ্ট হইছে।
উপভোগ করুন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন !!
আহারে বেচারা মিঃ বিন !
ReplyDeleteইংরজি গ্রামার বাংলা ভাষায় শেখার একটি মজার ওয়েব সাইট